A body was found in the morning in the shed room of Teliamura vegetable market.
সবুজ ত্রিপুরা
১ জুলাই
বৃহস্পতিবার
তেলিয়ামুড়া প্রতিনিধি:- তেলিয়ামুড়া সবজি বাজারের শেড ঘরে বৃহস্পতিবার সাত সকালে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য।
তেলিয়ামুড়া থানাধীন গামাই বাড়ি এলাকার বাসিন্দা ৫০ বছর বয়সি কৃষ্ণ রায় প্রায়শই নেশাগ্রস্ত অবস্থায় থাকতেন। উনি বাইসাইকেল সারাইয়ের কাজ করতেন।
কৃষ্ণ বেশির ভাগ সময়ই বাড়ি থেকে বাইরে থাকতেন। বুধবারও এর ব্যতিক্রম ছিল না। বৃহস্পতিবার সাতসকালে বাজারে আসা ক্রেতা-বিক্রেতা কৃষ্ণ রায় এর মৃতদেহ প্রত্যক্ষ করে পরিবারের লোকজনদের খবর দেয়।
খবর যায় তেলিয়ামুড়া থানায়। ছুটে আসে পুলিশ সেই সাথে পরিবারের লোকজন ও।
পুলিশ এসে মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে প্রেরণ করে। এবার পুলিশি তদন্তে বেরিয়ে আসবে এই মৃত্যুর আসল রহস্য।
আরো পড়ুন
0 মন্তব্যসমূহ