সরকারি ও বেসরকারি Tax-deductor দের জন্য Income Tax এর ৪র্থ ত্রৈমাসিক রিটার্ন দাখিলের সময় বাড়ানো হল - Sabuj Tripura

 Income Tax department extended due date for TDS 4th Quarter return filing.

বিশেষ প্রতিবেদনঃ TDS আয়কর বিভাগের একটি অংশ। প্রতি বছর দেশের  সরকারি এবং বেসরকারি সকল নাগরিকদের নিজেদের রোজগারের কিছু অংশ ডিডাক্টরগন Income Tax এর টিডিএস এর নিয়ম অনুসারে কেটে টিডিএস হিসাবে আয়করে জমা দিয়ে থাকেন ।

যার পরবর্তীতে ডিডাক্টরগন প্রতি ত্রৈমাসিক রিটার্ন দাখিল করে থাকেন। এই  বছরও  ঠিক  এমনই  হচ্ছে। কিন্তু এতে সামান্য পরিবর্তন লক্ষ্য করা যায়। তা হল - এই বছর অর্থাৎ ২০২০-২১ অর্থ বছরে ১ম এবং ২য় ত্রৈমাসিক  রিটার্ন দাখিল করার জন্য সময় সীমা মার্চ অবধি করা হয়েছিল ।

৩য় ত্রৈমাসিক রিটার্ন দাখিল করার জন্য সময় সীমার কোনো  পরিবর্তন হয়নি। আবার এই বছরের শেষ  অর্থাৎ ৪র্থ ত্রৈমাসিক  রিটার্ন দাখিলের সাধারণ নিয়ম অনুযায়ী দিতে হতো ১৫ মে মধ্যে, যা বাড়িয়ে ৩০জুন ২০২১ পর্যন্ত করা হয়েছে। আর এই পরিবর্তন আসার  কারণ হল বর্তমান চলাকালীন করোনা মহামারি।এই  মহামারি আচ্ছন্ন পরিস্থিতিতে  দেশ দশের বিপন্ন অবস্থা তাই  ডিডাক্টরদের অসুবিধার কথা মাথায় রেখেই  সরকার  ৪র্থ ত্রৈমাসিক রিটার্ন দাখিলের সময়সীমা  ৩০জুন ২০২১ পর্যন্ত করেছে।

আরো পড়ুন:-2019-20 বছরের আয়কর রিটার্ন দাখিলের জন্য আপনার যে সকল নথিগুলির প্রয়োজন হবে



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu