তেলিয়ামুড়া প্রতিনিধি:- তেলিয়ামুড়া মহকুমা মুঙ্গিয়াকামি থানাধীন আঠারোমুড়া পাহাড়ের ৩৬ মাইল এলাকায় সাতসকালে এক যান দুর্ঘটনায় দীর্ঘ ২ ঘন্টা ধরে জাতীয় সড়কে যানবাহন চলাচল স্তব্ধ হয়ে যায়।
সংবাদে জানা যায়, টিআর০১এসি১৮৩৪ নম্বরের একটি গ্যাস বুঝাই গাড়ি ধর্মনগর থেকে আগরতলা উদ্দেশ্যে যাচ্ছিল। ৩৬ মাইল শিব মন্দির সংলগ্ন এলাকায় গাড়িটি আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের মধ্যেই উল্টে যায়।
এই দুর্ঘটনায় জাতীয় সড়কের দু'পাশে শত শত গাড়ি আটকে পড়ে যায়। এমনকি এম্বুলেন্স পর্যন্ত দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এদিকে গাড়ি চালক দুর্ঘটনা ঘটার পরেও এলাকাবাসীদের সাথে চড়াও হয়ে বাকবিতন্ডা করে।
জানা যায় গাড়ির চালক মদ মত্ত অবস্থায় থাকার কারণেই এই যান দুর্ঘটনা ঘটে। এ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মুঙ্গিয়াকামি পুলিশ। শেষ খবর লেখা পর্যন্ত রাস্তা থেকে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি সরানো সম্ভব হয়নি।
0 মন্তব্যসমূহ