বাইক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুই যুবক - Sabuj Tripura News

Two youths were seriously injured in a head on collision between a bike and a car.

সবুজ ত্রিপুরা 
২৯ জুন 
মঙ্গলবার

বিশালগড় প্রতিনিধি:- বাইক ও চারচাকা মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুই যুবক। আহতদের নাম আসাফ উদ্দিন ও সালাম উদ্দিন। 

ঘটনা চরিলাম পেট্রোল পাম্প সংলগ্ন জাতীয় সড়কে। বিশ্রামগঞ্জ থানাধীন লাটিয়াছড়া এলাকার দুই যুবক আসাফ উদ্দিন ও সালাম উদ্দিন বাইকে করে 

পরিমল চৌমুহনি থেকে বিশালগড়ের দিকে আসছিলেন, অপরদিকে চরিলাম পেট্রোল পাম্প থেকে ডিজেল নিয়ে জাতীয় সড়কে উঠার সময় টাটা এইচ গাড়িটি 

বাইকটিকে ধাক্কা মারে। এতে বাইক থেকে পড়ে গুরতর আহত হন বাইকে থাকা দুই যুবক। খবর দেওয়া হয় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের। খবর পেয়ে

দুজনকেই উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। তাদের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় হাসপাতাল

এর কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করেন।

আরো পড়ুন 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu