সবুজ ত্রিপুরা
৩ জুন
বৃহস্পতিবার
তেলিয়ামুড়া প্রতিনিধি:- করুণা কারফিউ চলাকালীন সময়ে নেশা বিরোধী অভিযানে আবারো সাফল্য পেল তেলিয়ামুড়া থানার পুলিশ।
খবরে জানা যায় তেলিয়ামুড়া থানার পুলিশ বুধবার সন্ধ্যায় মদ বিরুধী অভিযানে বের হয়।পুলিশ তেলিয়ামুড়া থানাধীন রাঙ্খল পাড়া এলাকায় হানা দিয়ে মদ উদ্ধার করে।
যার বর্তমান বাজার মূল্য আনুমানিক কুড়ি হাজার টাকা হবে বলে খবর।তেলিয়ামুড়া থানার ওসি নাড়ুগোপাল দেব জানান, এই অভিযান অব্যাহত থাকবে।
এখন প্রশ্ন হল করোনা পরিস্থিতিতে যেখানে কারফিউ সেই জায়গায় দাড়িয়ে কিভাবে এই মদ গুলি খোলা বাজারে বিক্রি হচ্ছে। দাবি উঠেছে পুলিশ যেন আরও সক্রিয় হয় এক্ষেত্রে।
0 মন্তব্যসমূহ