সেনিটাইজেশন কর্মসূচীতে যুব মোর্চার সদস্যদের সাথে তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী রায় - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
৯ জুন
বুধবার

তেলিয়ামুড়া প্রতিনিধি:- বর্তমান করোনা অতিমারি পরিস্থিতিতে তেলিয়ামুড়া শহরের বিভিন্ন দোকান-পাট, মাছ, মাংস, সব্জি বাজারের পরিবেশকে ভাইরাস মুক্ত রাখতে প্রয়াস হাতে নিয়েছে বিজেপি যুব মোর্চা তেলিয়ামুড়া মন্ডল ও বিজেপি তেলিয়ামুড়া মন্ডল। 

বুধবার বাজারের বিভিন্ন অলিগলি সহ মাছ, মাংস, সব্জি বাজার বিভিন্ন দোকানপাট সহ এর আশপাশের এলাকায় সেনিটাইজ করা হয়। যাতে করে তেলিয়ামুড়ার বিভিন্ন প্রান্ত থেকে বাজারে আসা ক্রেতা বিক্রেতা উভয়েই মারণ ভাইরাসের হাত থেকে কিছুটা হলেও মুক্তি পেতে পারেন। 

এদিন সেনিটাইজেশন কর্মসূচীতে যুব মোর্চার সদস্যদের সাথে হাতে হাত মেলান তেলিয়ামুড়া বিধায়িকা কল্যাণী রায়। যুব মোচার কর্মীদের সঙ্গে তিনি নিজের হাতে মাছ, মাংস, এবং সব্জি বাজারে সেনিটাইজ করার দৃশ্য পরিলক্ষিত হয়।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu