বক্সনগর প্রতিনিধি:- এিপুরা জার্নালিস্ট ইউনিয়ন এর সোনামুড়া মহকুমা কমিটির পক্ষ থেকে বক্সনগর এলাকায় পথচলতি মানুষদের মাস্ক সেনিটাইজার বিতরণ করা হয় এবং অক্সফোর্ড ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট এর মাঠে বিভিন্ন ফল ও ওষুধি গাছের চারা রোপন করা হয়।
এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এিপুরা জার্নালিস্ট ইউনিয়ন এর রাজ্য কমিটির সদস্য তথা জেলা কমিটির উপদেষ্টা মেহবুব আলম। আগামী বৃহস্পতিবার সকাল দশটায় সোনামুড়ায় শহরে "সচেতনতা হল মুল লক্ষ" এই কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছেন সংগঠনের মহকুমা সহসভাপতি দুলাল শীল।
এই অতিমারী পরিস্থিতিতে বাঁচার একমাত্র উপায় হল সচেতন থাকা। সংবাদ মাধ্যম প্রতিনিধিরা হল করোনা মোকাবিলার প্রথম সারির যোদ্ধা, তাই তাদের এই কর্মসূচির মাধ্যমে সকলের কাছে এই বার্তা দেওয়ার চেষ্টা করা এবং দেশকে করোনা মুক্ত করার জন্য প্রশাসনকে সাহায্য করাই প্রধান লক্ষ বলে জানিয়েছেন।
0 মন্তব্যসমূহ