ঊনকোটি জেলায় বাড়ি বাড়ি পরিদর্শনের মাধ্যমে ম্যালেরিয়ার ব্লাড স্লাইড কালেকশন কর্মসূচি - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
১০ জুন
বৃহস্পতিবার

বিশেষ প্রতিনিধি:- ঊনকোটি জেলার অন্তর্গত মাছমারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের আওতাধীন সুবলপাড়া ও কান্দ্রাকারবাড়ি পাড়াতে বাড়ি বাড়ি পরিদর্শনের মাধ্যমে  ম্যালেরিয়ার ব্লাড স্লাইড কালেকশন করা হয়। এই কর্মসূচিতে মোট ১৪১ জনের ম্যালেরিয়ার ব্লাড স্লাইড কালেকশন করা হয়। 

তবে কারও দেহে ম্যালেরিয়ার জীবাণু পাওয়া যায়নি। এই কর্মসূচিতে স্বাস্থ্যকর্মীগণ ম্যালেরিয়া রোগ প্রতিরোধ করতে বাড়ি ঘরের চারপাশ পরিষ্কার রাখা, মশারী ব্যবহার করা, ঘরের ভেতর ডিডিটি স্প্রে করা ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। 

পাশাপাশি স্বাস্থ্যকর্মীগণ কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধ করতে সাবান দিয়ে হাত ধোয়া বা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, সঠিকভাবে মাস্ক পরিধান করা, সামাজিক দূরত্ব বজায় রেখে চলা ইত্যাদি বিষয়ে সচেতনতা মূলক পরামর্শ প্রদান করেন। 

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন কমিউনিটি হেলথ অফিসার সোলমন রিয়াং, এমপিডব্লিও নির্মল চাকমা, এমটিএস জুনান চাকমা এবং আশাকর্মী মৌসুমি চাকমা, সমরিতি রানী সাহাজী, নয়নবালা চাকমাও নমিতা চাকমা।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu