খোয়াই প্রতিনিধি:- সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে মোট তিনজন সিপিআইএম নেতার বিরুদ্ধে মামলা দায়ের হয় খোয়াই থানায়। মামলা রুজু হওয়ার পর আজ সকাল দশটায় খোয়াই থানায় হাজিরা দিলেন প্রাক্তন সাংসদ জীতেন্দ্র চৌধুরী ও প্রাক্তন মন্ত্রী বানুলাল সাহা।
উল্লেখ্য গত ৩০মে সিপিআইএম নেতা সামাজিক মাধ্যমে কিছু পোস্ট আপলোড করেছেন। ওই সমস্ত পোস্ট গুলো দাঙ্গা সৃষ্টিতে উস্কানিমূলক বলে অভিযোগ এনে থানায় মামলা দায়ের করা হয়।
অভিযোগ কারীদের দাবি ঐ পোস্ট গুলোর মধ্যে ধারালো অস্ত্রের ব্যবহার উল্লেখ রয়েছে। যাতে করে সাধারন মানুষ আইন হাতে তুলে নেওয়ার জন্য যথেষ্ট উস্কানি রয়েছে।
অভিযোগ প্রাপ্তির পর খোয়াই থানার পুলিশ তিন সিপিআইএম নেতার বিরুদ্ধে মামলা নেয়। পুলিশের পক্ষ থেকে নোটিশ প্রাপ্তির পর আজ সকালে ১০ টায় হাজির হয়েছেন প্রাক্তন মন্ত্রী বানুলাল সাহা ও প্রাক্তন সাংসদ জীতেন্দ্র চৌধুরী।
0 মন্তব্যসমূহ