রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আকান্তের বিবরন - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
১৪ জুন
সোমবার

বিশেষ প্রতিনিধি:- রাজ্যে করোনা আক্রমনের হার এখনও থামছে না, বেড়েই চলছে। রাজ্যে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৫৬৫ জন, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৬১০ জন, মৃত্যু হয়েছে ৭ জনের। পজিটিভিটি রেইট ৫.৫৫%, টেস্ট করা হয়েছে ১০,১৮১ জন লোকের। 

জেলা ভিত্তিক করোনা আক্রান্তের মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলার গ্রাফ উর্ধমুখী। জেলা ভিত্তিক করোনা আক্রান্তের মধ্যে, পশ্চিম ত্রিপুরা জেলায় - ১৬৮ জন, উত্তর ত্রিপুরা জেলায় - ৬৯ জন, দক্ষিন ত্রিপুরা জেলায় - ৭৭ জন, ঊনকোটি জেলায় - ৭১ জন, গোমতী জেলায় - ৩৯ জন, খোয়াই জেলায় - ৫৩ জন, ধলাই জেলায় - ৪৯ জন, সিপাহীজলা জেলায় - ৩৯ জন। 

এখন পর্যন্ত রাজ্যে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫৯ হাজার ৮৬ জন, করোনায় মৃত্যু হয়েছে মোট ৬১৭ জনের, রাজ্যে করোনায় সুস্থ হয়েছেন মোট ৫৩ হাজার ৪৭১ জন।

আরো পড়ুন 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu