বিশালগড় প্রতিনিধি:- বর্তমানে দেশের সাথে রাজ্যজুড়ে ও চলছে করুণা ভাইরাসের সংক্রমণ। এই কঠিন পরিস্থিতিতে ডাক্তার নার্স, সাফাই কর্মী, এবং সাংবাদিক থেকে শুরু করে বিভিন্ন মেডিসিন দোকানের কর্মচারীরাও দিনরাত মানুষকে পরিষেবা দিয়ে যাচ্ছে।
এই অবস্থায় প্রায় প্রত্যেকে ভ্যাকসিন পেলেও বিশালগড় মহকুমার প্রায় বিভিন্ন মেডিসিন দোকানে মালিক এবং কর্মচারীরা এখনো পাইনি, সে উদ্দেশ্যে শুক্রবার টিসিডিএ বিশালগড় সাব কমিটির পক্ষ থেকে বিশালগড় মহকুমা হাসপাতালে এসডিএমও এর নিকট এক ডেপুটেশন দেওয়া হয়।
এদিন টিসিডিএ বিশালগড় সাব-কমিটির এক সদস্য জানান টিসিডিএ বিশালগড় সাব-কমিটির অন্তর্গত ১৪০ টি দোকান সমস্ত এলাকায় এবং হাসপাতালের সামনে সপ্তাহের সাত দিন দিবারাত্র পরিষেবা দিয়ে যাচ্ছে। এদিকে পরিষেবা দিতে গিয়ে মেডিসিন দোকানের মালিক এবং কর্মচারীরা অনেক সময় কভিড-১৯ রোগীর মুখোমুখি হতে হচ্ছে।
এমনকি অনেক মালিক এবং কর্মচারী কোভিড পজিটিভ হয়েছে কিন্তু এখনো অনেক দোকানের মালিক এবং কর্মচারী যাদের বয়স ১৮ থেকে ৬০ তারা এখনও এই কোভিড টিকা পাননি। সেই কারণে গতকাল ডেপুটেশন দেওয়া হয়।
0 মন্তব্যসমূহ