সবুজ ত্রিপুরা
৪ জুন
শুক্রবার
বিশেষ প্রতিনিধি:- গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৬৭৭ জন, মৃত্যু হয়েছে ৫ জনের, সুস্থ হয়েছেন ৭৬৩ জন।
জেলা ভিত্তিক আক্রান্তের দের মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলায় - ৩৩২ জন, দক্ষিন ত্রিপুরা জেলায় - ৮২ জন, উত্তর ত্রিপুরা জেলায় - ৪১ জন, সিপাহীজলা জেলায় - ৫৪ জন, গোমতী জেলায় - ৩৯ জন, ঊনকোটি জেলায়- ৩৮ জন, খোয়াই জেলায় - ২৬ জন এবং ধলাই জেলায় - ৬৫ জন।
রাজ্যে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫৩ হাজার ২২২ জন, রাজ্যে করোনায় মোট মৃত্যু ৫৩৬ জন, করোনায় মোট সুস্থ ৪৬ হাজার ৯৩৩ জন। পজিটিভিটি রেইট ৪.৭৭%, টেস্ট করা হয়েছিল ১৪,১৮৮ জনের।
0 মন্তব্যসমূহ