ধর্মনগর প্রতিনিধি:- অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর ধর্মনগর শাখার উদ্যোগে শুক্রবার ধর্মনগর মহেশপুর চা বাগান এলাকায় চা শ্রমিকদের মধ্যে খাদ্য সরবরাহ সহ এলাকার ব্যবসায়ী থেকে শুরু করে শ্রমিকদের মধ্যে এন্টিজেন টেস্টের মাধ্যমে কোভিড টেস্টের ব্যবস্থা করা হয়।
অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ধর্মনগর শাখার নেতৃত্ব জানান বর্তমানে করোনা সংক্রমন শহরাঞ্চলের সাথে সাথে বিভিন্ন গ্রামাঞ্চলেও প্রবেশ করেছে।পাশাপাশি শহরের মধ্যে কোভিডের সব রকম পরীক্ষা নিরীক্ষার সুযোগ থাকলেও গ্রামাঞ্চলে অনেকটাই কম।
এই কথা গুলো চিন্তা করেই ধর্মনগরের মহেশপুর চা বাগান এলাকায় এবিভিপি কোভিড পরীক্ষার জন্য এগিয়ে এসেছে। শুক্রবার ধর্মনগর মহেশপুর এলাকায় যদিও কোভিড টেস্টে কোন করোনা পজিটিভ পাওয়া যায় নি। পাশাপাশি বর্তমানে করোনা কারফিউ জারি হওয়ায় দরিদ্র চা শ্রমিকদের মধ্যে বিপুল অর্থাভাব দেখা দিয়েছে।
এর ফলে তাদের মুখে একটু হাসি ফোটাতেই কিছু খাবার তুলে দেওয়া হয়। এবিভিপি-র উদ্যোগে শুধুমাত্র মহেশপুরেই নয়। ছাত্র নেতারা জানিয়েছেন জেলার বিভিন্ন গ্রামেই এভাবেই বিভিন্ন সামাজিক কাজকর্ম আগামীতেও চলবে।
0 মন্তব্যসমূহ