সবুজ ত্রিপুরা
১৬ জুন
বুধবার
তেলিয়ামুড়া প্রতিনিধি:- বিগত কিছু দিন থেকে করোনা কার্ফুর চলতি সময়ে রাজ্যের বিভিন্ন স্থানে চলছে নেশা কারবারের রমরমা বানিজ্য। এরই অঙ্গ হিসাবে মঙ্গলবার তেলিয়ামুড়া থানাধীন মানিক বাজার এলাকা থেকে ২৯ কৌটা ড্রাগস সহ এলাকাবাসীরা বিশাল দেববর্মা নামে এক যুবককে আটক করে।
এবং উত্তম-মধ্যম দিয়ে বিশাল দেববর্মাকে তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে তুলে দেন। ঘটনা মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক সাড়ে-ছয়টা নাগাদ তেলিয়ামুড়া থানাধীন মানিক বাজার এলাকায়।
পুলিশ জানায়, তেলিয়ামুড়া থানাধীন মানিক বাজার এলাকা থেকে একটি ফোন আসে ২৯ কৌটা ড্রাগস সহ এক যুবককে আটক করেছে এলাকার স্থানীয় লোকজন।
পুলিশ যথারীতি ঘটনা স্থলে গিয়ে বিশাল দেববর্মাকে আটক করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে। পুলিশ বিশাল দেববর্মার নামে এন ডি পি এস অ্যাক্ট-এ মামলা গ্রহণ করেছে।
আরো পড়ুন
0 মন্তব্যসমূহ