কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রকল্পে ২০১৯ জন পাচ্ছেন বিভিন্ন সামাজিক ভাতা - Sabuj Tripura News

2019 people are getting various social allowances under the central and state government projects.
সবুজ ত্রিপুরা
১৬ জুন
বুধবার

বিশেষ প্রতিনিধি:- করোনা কার্ফু চলাকালীন সময়ে ভাতা প্রাপকদের সুবিধার্থে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। এই ধরনের উদ্যোগে নেওয়ার ফলে বিভিন্ন দরিদ্র পরিবারের লোকজন উপকৃত হবেন বলে আশা করা যায়। 

পোয়াংবাড়ি ব্লক এলাকায় ২ হাজার ১৯ জন বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য প্রকল্পে সামাজিক ভাতা পাচ্ছেন। এর মধ্যে ইন্দিরা গান্ধী জাতীয় বার্ধক্য ভাতা ৮২৭ জন, ইন্দিরা গান্ধী জাতীয় বিধবা ভাতা ৮৭ জন, ইন্দিরা গান্ধী জাতীয় দিব্যাঙ্গজন ভাতা ১১ জন পাচ্ছেন। 

রাজ্যে সরকারের বৃদ্ধ ভাতা ৩১০ জন, বি পি এল পরিবার ভুক্তদের মধ্যে কন্যা সন্তান ইনসেন্টিভ পাচ্ছেন ৩১০ জন। তাছাড়াও অন্যান্য ভাতা পাচ্ছেন ৪৭৪ জন। সামাজিক ভাতা প্রকল্পে পোয়াংবাড়ি ব্লকের ৭টি গ্রাম পঞ্চায়েতে ১,৪৮৫ জন এবং ৩টি এডিসি ভিলেজে ৫৩৪ জন বিভিন্ন সামাজিক ভাতা পাচ্ছেন।

আরো পড়ুন 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu