ধর্মনগর প্রতিনিধি:- ধর্মনগর বাগবাসা হেলিপ্যাড সংলগ্ন একটি শ্মশানঘাটের গাছ থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। জানা গেছে মৃত ব্যক্তির নামে বিগত কিছুদিন পূর্বে ধর্মনগর মহিলা থানায় উনার স্ত্রী উনার বিরুদ্ধে নিজ নাবালিকা কন্যার শ্লীলতাহানির অভিযোগ এনে একটি মামলা করেছিলেন। তারপর থেকে ওই ব্যক্তি নিখোঁজ।
অবশেষে মঙ্গলবার সকালে তার ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। অনুমান করা হচ্ছে নিজ নাবালিকা কন্যার শ্লীলতাহানির অভিযোগের অনুশোচনার দায়ে ওই ব্যক্তি আত্মহত্যার পথ বেছে নেন। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন হেলিপ্যাড সংলগ্ন শ্মশান ঘাটের কাছে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে বাগবাসা থানায় খবর দেন।
বাগবাসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ শনাক্ত করে তার পরিবারের লোকজনের কাছে খবর দেওয়া হয়। পরবর্তীতে মৃতদেহটি ধর্মনগর হাসপাতাল মর্গে নিয়ে গেলে সেখানেই ময়নাতদন্তের পরে পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হয়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
0 মন্তব্যসমূহ