বক্সনগর প্রতিনিধি:- এিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সোনামুড়া মহকুমা কমিটির পক্ষ থেকে এবং সোনামুড়া বন দপ্তর ও বন্ধন শাখার যৌথ উদ্যোগে সোনামুড়া শহর এলাকার পথ চলতি মানুষ দের মাস্ক সেনিটাইজার বিতরণ করা হয়।
এবং সোনামুড়া নতুন টাউন হলের মাঠে বিভিন্ন ফল ও ঔষধি গাছের চারা রোপন করা হয় এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনামুড়া নগর পঞ্চায়েতের কার্যনির্বাহী আধিকারিক কবিতা দের্ববমা, সোনামুড়া মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক অমৃত দাস, এিপুরা জার্নালিস্ট ইউনিয়ন এর রাজ্য কমিটির সদস্য তথা জেলা কমিটির উপদেষ্টা মেহবুব আলম।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা কমিটির সভাপতি সাদেক মিয়া জেলা, সম্পাদক উদয়ন চৌধুরী, সহ সম্পাদক এলিয়াজ হোসেন, সহ সভাপতি মমিনুল হক, মহকুমা সম্পাদক টুটন চৌধুরী সহ অন্যনারা। আগামী শনিবার সকাল দশটায় মেলাঘর শহরেও এই কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছেন সংগঠনের মহকুমা সহ সভাপতি দুলাল শীল।
0 মন্তব্যসমূহ