বক্সনগর প্রতিনিধি:- ভেলুয়ারচর গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডের সঞ্জিত গিরি নামের ৩২ বছরের এক যুবক বাড়ির পাশে রুকিয়া জঙ্গলে জ্বালানির কাঠ আনতে যায়। পরবর্তী সময়ে সকাল ৮ টা ৩০ মিনিটে পুটিয়া এলাকার অজয় নামের এক ব্যাক্তি রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ দেখতে পান জঙ্গলের পাশে সঞ্জীব গিরি অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছেন।
অজয় এর চিৎকার শুনে এলাকার লোকজন সহ পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে দেখেন সঞ্জিত গিরি জ্বালানির কাঠ নিয়ে রাস্তার পাশেই পড়ে রয়েছেন। যুবককে তড়িঘড়ি বক্সনগর সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা করে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর খবর পেয়ে পরিবারের লোকজন কান্নায় ভেঙ্গে পড়েন।
বর্তমানে মৃত দেহ বক্সনগর মর্গে রয়েছে। ময়না তদন্ত করার পর তাকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা যায়। যুবকের মৃত্যুর খবর পেয়ে কলম চৌড়া থানার পুলিশ বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে ছুটে যায়। উনার ২ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। মৃত্যু হওয়া যুবক কৃষি কাজ করে সংসার চালাতেন। এলাকার লোকজনের ধারণা ঐ যুবক জঙ্গলে জ্বালানির কাঠ কাটতে গিয়ে বিরাট আকারের সাপ অথবা অবিরল কিছু দেখতে পেয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে।
অপরদিকে মৃত যুবকের স্ত্রীর অভিযোগ উনাকে কেউ মেরে ঐ জায়গায় ফেলে রেখেছে। পুলিশ যদি সঠিক তদন্ত করে তাহলে আসল রহস্য বেরিয়ে আসবে। কর্তব্যরত চিকিৎসক জানান ময়না তদন্ত করলেই উনার কিভাবে মৃত্যু হয়েছে তা বেরিয়ে আসবে। সঞ্জিত গিরি নামের জুবকের মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
0 মন্তব্যসমূহ