রাজ্যে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের বিবরণ - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
১০ জুন
বৃহস্পতিবার

বিশেষ প্রতিনিধি:- ত্রিপুরায় করোনা আক্রান্তের গ্রাফ এখনো উর্ধমুখী, রাজ্যে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৬২৫ জন, সুস্থ হয়েছেন ৩৬৩ জন, মৃত্যু হয়েছে ১৪ জনের যা এখন পর্যন্ত সবচেয়ে বেশি। জেলা ভিত্তিক করোনা আক্রান্তের মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলায় সবচেয়ে বেশী। 

জেলা ভিত্তিক করোনা আক্রান্তের মধ্যে, পশ্চিম ত্রিপুরা জেলায় - ১৮৩ জন, উত্তর ত্রিপুরা জেলায় - ৫৫ জন, দক্ষিন ত্রিপুরা জেলায় - ৭০ জন, ঊনকোটি জেলায় -৮৮ জন, গোমতী জেলায় - ৪৮ জন, খোয়াই জেলায় - ৯৪ জন, ধলাই জেলায় - ৩৫ জন, সিপাহীজলা জেলায় - ৫২ জন।

টেস্ট করা হয়েছে ১৬৮০৪ জন লোকের। এখন পর্যন্ত রাজ্যে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫৬ হাজার ৭৯৪ জন, করোনায় মৃত্যু হয়েছে মোট ৫৮৮ জনের, রাজ্যে করোনায় সুস্থ হয়েছেন মোট ৫০ হাজার ৭৪৩ জন। এবং পজিটিভিটি রেইট ৩.৭২%।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu