বিশালগড় প্রতিনিধি:- বিশালগড় মহকুমার গকুলনগর ৭ নং ওয়াডের মলিন নম কিছু দিন আগে জ্বরে আক্রান্ত হয়ে মারা যান। মৃত অবস্থায় উনার দুই সন্তান ছিল।
৯ বছরের অন্তর নম ১২ বছরের সমীর নম এবং উনার মা পূর্ণিমা নম, বয়স্ক পিতা গোপাল নম অসহায় অবস্থায় একটা দুশ্চিন্তার মধ্যে পড়ে রয়েছে গোটা পরিবারটি। কিভাবে সংসারটি চলবে তা নিয়ে কোনও সঠিক পথ খুঁজে পাচ্ছেন না এই অসহায় পরিবারটি।
মলিন নম পেশার দিন মুজুর ছিলেন। মৃত মলিন নম এর গকুলনগর ৭ নং ওয়ার্ডে বোনের জায়গাতে থাকতেন। অসহায় পরিবারের থাকার মতো কোন জায়গা নেই এমন কি একটা ঘর পর্যন্ত নেই।
সোমবার অসহায় দুই সন্তানের পাশে দাড়ানোর আশ্বাস দিয়ে আর্থিক সাহায্য করে যান চাইল্ড লাইনের প্রতিনিধি দল। গকুলনগর এলাকার আসহায় দুই সন্তান সহ ঐ পরিবারে আগামী দিনে তাদের পাশে থেকে সরকারি সাহায্যের আশ্বাস দেন চাইল্ড লাইনের প্রতিনিধি দল।
0 মন্তব্যসমূহ