দুই মাস থেকে নিখোঁজ ধর্মনগর অগ্নিনির্বাপক দপ্তরের দুর্ঘটনার জন্য ব্যবহৃত গাড়ি - Sabuj Tripura News


সবুজ ত্রিপুরা
২৭ মে
বৃহস্পতিবার

ধর্মনগর প্রতিনিধি:- দুই মাস হতে চলল ধর্মনগর অগ্নিনির্বাপক দপ্তরের ছোট গাড়ির কোনো আতাপাতা নেই এমনই বললেন ধর্মনগর অগ্নিনির্বাপক দপ্তরের এক কর্মচারী গত কাল অর্থাৎ ২৬শে মে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে ধর্মনগর রাজবাড়ী বটরসী জুরকালবার্ড এলাকায় এবং এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় এক যুবকের।দুর্ঘটনার পরে ধর্মনগর দমকলে খবর দেওয়া হলে দমকল কর্মীরা দমকলের বড় গাড়ি নিয়ে  ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত যুবককে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসেন যদিও হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন ।পরবর্তীতে ঐ যুবকের কাছে থাকা আই কার্ড থেকে জানা যায়,  যুবকের নাম বিশ্বজিত সিনহা, পিতা বিপিন সিনহা। বাড়ি ধর্মনগর কামেশ্বর এলাকায়। সে টিএসআর ৮ম বেটেলিয়ানে কর্মরত ছিলন।
প্রতিবেদক যখন এই দুর্ঘটনার বিষয়ে অগ্নিনির্বাপক দপ্তরের কাছ থেকে দুর্ঘটনার বিস্তারিত জানবার জন্য সাক্ষাৎ নিচ্ছিলেন তখন জেলা হাসপাতালে উপস্থিত অগ্নিনির্বাপক দপ্তরের এক কর্মচারী ধর্মনগর অগ্নিনির্বাপক দপ্তরের বর্তমান করুন অবস্থা তুলে ধরেন। 


সেই কর্মচারীর কাছ থেকে জানা যায় ধর্মনগর অগ্নিনির্বাপক দপ্তরের যে ছোট গাড়ি ছিল যা দুর্ঘটনার জন্য ব্যবহার করা হত তা আজ প্রায় দুই মাস থেকে নিখোঁজ বর্তমানে এই গাড়িটি কোথায় কি ভাবে আছে তা  ধর্মনগর অগ্নিনির্বাপক দপ্তরের কর্মচারি দের জানা নেই যার জন্য দপ্তরের কর্মচারী দের ধর্মনগর বাসিকে দ্রুত পরিসেবা দিতে ব্যাহত হচ্ছে এবং দেরিতে দুর্ঘটনার স্থলে যাবার জন্য অনেক সময় তাদের জনগণের ক্ষোভের  মুখে পরতে হছে , তিনি আরো বলেন যে তাদের আকস্মিক দুর্ঘটনার  জন্য বড় গাড়ি নিয়ে দুর্ঘটনার স্থলে যেতে অসুবিধা হয় তাছাড়া ধর্মনগর রাস্তায় সন্ধ্যার পর থেকে প্রচুর গবাদি পশু মাঝ রাস্তায় শুয়ে থাকে যার জন্য পাঁচ-ছয় হাজার লিটার জল বহন করে দুর্ঘটনার স্থলে যেতে দেরি হয় এবং আহত ব্যক্তি কে বড় গাড়িতে করে  হাসপাতালে ঠিক মত নিয়ে যেতে ও অসুবিধা হছে 
কারণ না থাকছে আহত ব্যক্তিকে বড় গাড়িতে রাখার জায়গা না থাকছে দপ্তরের কর্মচারীদের বসবার জায়গা । তিনি আরো বলেন বর্তমানে ধর্মনগরে মাত্র দুইটি গাড়ি অন রোড আছে একটি গাড়ি ছিল মালটি পারপাস ব্যাবহার এর জন্য, বিশেষ করে সেই গাড়িটি আনা হয়েছিল পেট্রোল পাম্প বা পেট্রোলের ডিপুতে আগুন নেভানোর জন্য যা অনেক দিন ধরে অজানা কোনো এক কারণে নষ্ট হয়ে আছে।
এদিকে ধর্মনগর বাসীর অভিমত ধর্মনগর ত্রিপুরার দ্বিতীয় বৃহত্তম শহর প্রতিদিন এখানে গড়ে তিন থেকে চারটি পথ দুর্ঘটনা ঘটছে কেন এখানে আগুণ নেভানোর বড় গাড়ি দিয়ে পথ দুর্ঘটনার মত গুরুত্বপূর্ণ পরিষেবা দেওয়া হবে তাদের আর অভিমত খুব শিঘ্রই যেন দুর্ঘটনার জন্য পূর্বে ব্যবহৃত অগ্নিনির্বাপক দপ্তরের ছোট গাড়িটি আবার ফিরিয়ে আনা হয় এবং বর্তমানে এই  গাড়িটি কোথায় এবং  কেন আছে তা তদন্ত করা হউক ততসঙ্গে পুরনো মালটি পারপাস ব্যাবহার জন্য যে গাড়ি আনা হয়ে ছিল তাও যেন পুনরায় ফিরিয়ে আনা হয়।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu