সবুজ ত্রিপুরা
২৬ মে
বুধবার
ধর্মনগর প্রতিনিধি:- আজ রাত আনুমানিক সারে নয় ঘটিকায় ধর্মনগর রাজবাড়ী বটরশি জুরকালবার্ড এলাকায় এক ভয়াবহ মটর সাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু ঘটে এক যুবকের। করোনা কালিন রাত্রি কার্ফু থাকার জন্য এলাকার লোকজন ঘর থেকে দুর্ঘটনার শব্দ পেয়ে ছুটে আসেন। সাথে সাথে ধর্মনগর দমকলে খবর দেওয়া হয়।
ঘটনার খবর পেয়েই দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসে। হাস্পাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে সাথে সাথে মৃত বলে ঘোষণা করেন । পরবর্তীতে ঐ যুবকের কাছে থাকা আই কার্ড থেকে জানা যায়, যুবকের নাম বিশ্বজিত সিনহা, পিতা বিপিন সিনহা। বাড়ি ধর্মনগর কামেশ্বর এলাকায়। সে টিএসআর ৮ম বেটেলিয়ানে কর্মরত ছিল।
0 মন্তব্যসমূহ