খোয়াই প্রতিনিধি:- রাজ্যে এক সময় বেঙের ছাতার মতো গজিয়ে উঠা বিভিন্ন চিট ফান্ড কোম্পানির রমরমা ব্যবসায় সর্বশান্ত হয়েছেন হাজার হাজার আমানতকারী। সব হারিয়ে গরিব সাধারণ মানুষ এই চিট ফান্ড কোম্পানিগুলির এজেন্টদের ঘেরাও করে টাকা আদায়ের দাবী করতে দেখা গেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে, এর ব্যতিক্রম নয় বুধবারও।
রোজভ্যালী নামক চিট ফান্ড কোম্পানির এজেন্টকে খোয়াই চেবরিতে ঘেরাও করা হয়। জানা গেছে এজেন্টের নাম রুপক শর্মা। ঘটনার বিবরণে জানা যায়, রুপক শর্মা রোজভ্যালী কোম্পানিতে থাকাকালীন খোয়াই শাখার প্রভাবশালী একজন এজেন্ট ছিলেন।
তাই ওনার কথা মতো খোয়াইের চেবরি এলাকার বহু আমানাতকারী ওনাদের লক্ষ লক্ষ টাকার আমানাত সঞ্চিত করেছিলেন রোজভ্যালী নামক ঐ চিট ফান্ড কোম্পানিতে কিন্তু একের পর এক চিট ফান্ড কোম্পানি যখন গ্রাহকদের সাথে প্রতারণা করে গরিব মানুষের কষ্টার্জিত টাকা নিয়ে অফিস গুটিয়ে পালাচ্ছিল তখন ২০১৩ সালের পর রোজভ্যালীও তাদের ব্যবসা গুটিতে নেয়।
এতে করে ত্রিপুরার পাশাপাশি আসাম পশিমবঙ্গ সহ বেশ কিছু রাজ্যে আমানতকারীরা সর্বশান্ত হয়। এদিকে রোজভ্যালী খোয়াই শাখার প্রভাবশালী এজেন্ড রুপক শর্মা মঙ্গলবার রাতে বাড়িতে আসেন। এই খবর ছড়িয়ে পরে রোজভ্যালীতে টাকা রেখে সব হারানো আমানতকারীদের মধ্যে। উত্তপ্ত হয়ে রুপক শর্মা বাড়ি ঘেরাও করেন আমানতকারীরা।
শ্লোগান উঠে অবিলম্বে আমানতকারীদের সব টাকা ফিরিয়ে দিতে হবে রুপক শর্মাকে। এদিকে পরিস্থিতি আরও জটিল হওয়ার আগেই ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে খোয়াই থানার পুলিশ।
0 মন্তব্যসমূহ