কার্ফুর বিধি নিষেধ লঙ্ঘিত হচ্ছে তেলিয়ামুড়া শহরের উপকণ্ঠে - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
২৭ মে
বৃহস্পতিবার

তেলিয়ামুড়া প্রতিনিধি:- রাজ্য সরকারের জারি করা বিধি নিষেধ বারবার লঙ্ঘিত হচ্ছে তেলিয়ামুড়া শহরের উপকণ্ঠে। করোনা নিয়ে জারি করা রাজ্য সরকার থেকে নতুন নীতি নির্দেশিকায় বলা হয়েছে জরুরী পরিষেবা আওতায় থাকা গাড়ি গুলি যেমন- জল, স্বাস্থ্য, বিদ্যুৎ, সংবাদমাধ্যম সহ অন্যান্য সরকারী দপ্তরের গাড়িগুলো চলাচল করতে পারবে। 

কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ব্যতিক্রমী চিত্র তেলিয়ামুড়া শহরে বৃহস্পতিবার সকাল থেকে। রাজ্য সরকারের জারি করা নতুন নির্দেশিকা কে এক প্রকার হেলায় তুচ্ছ করে তেলিয়ামুড়া শহরের উপর দিয়ে অবাধে চলছে যানবাহন। তাছাড়া আগরতলার একাংশ যান চালকরা অধিক ভাড়ার বিনিময়ে আগরতলা থেকে তেলিয়ামুড়া এবং তেলিয়ামুড়া থেকে আগরতলা জনৈক মাক্কা নামে মাফিয়া সর্দারের দোহাই দিয়ে অবাধে চালিয়ে যাচ্ছে তাদের যাত্রী পরিবাহী বাণিজ্য। 

সেই জায়গায় দাঁড়িয়ে তেলিয়ামুড়া ট্রাফিক পুলিশ হাওয়াই বাড়ি এলাকায় নাকা চেকিংয়ে বসে একটি অধিক ভাড়া নিয়ে যাত্রী পরিবাহী টিআর০১বি৩০৮ নাম্বারের একটি ম্যেক্স গাড়ি আটক করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu