বিশেষ প্রতিনিধি:- গাোমতী জেলায় গতকাল থেকে মিশন দৃষ্টি প্রকল্পের সূচনা হলো। আঠারোভোলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও গোমতী জেলাতে এই প্রকল্পের সূচনা করা হয়।
প্রকল্পের অধীন আঠারোভোলাতে ১৫০ জন বিপিএল পরিবারভুক্ত সদস্য ও সদস্যার জন্য চশমা বিতরণ করা হয়। চক্ষু পরীক্ষা করার পর গোমতী জেলা হাসপাতালে চশমা বিতরণ করা হয় ৪০ জনকে।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন৷ গোমতী জেলা হাসপাতালের মেডিক্যাল সুপার তথা চক্ষু বিশেষজ্ঞ ডা: দেবশ্রী দেববর্মা বলেন, এই দুটি হাসপাতাল থেকে প্রাথমিকভাবে প্রকল্পটি চালু করা হয়।
এরপর মহকুমা হাসপাতাল ও গর্জি প্রাথমিক হাসপাতালে প্রকল্পের কাজ চালু করা হবে। তিনি জানান, এই প্রকল্পটি বিপিএল পরিবারভুক্ত ৪০ বছর বয়সোর্ধ ব্যক্তিদের জন্য। এই মাসের মধ্যে জেলায় সব স্বাস্থ্য কেন্দ্রে প্রকল্প চালু করা হচ্ছে। ডা: দেববর্মা বলেন, সুবিধাভোগীকে বিপিএল কার্ড ও যেকোন পরিচয়পত্র এবং মোবাইল নং সঙ্গে নিয়ে আসতে হবে।
0 মন্তব্যসমূহ