তেলিয়ামুড়া প্রতিনিধি:- তেলিয়ামুড়া মহকুমায় কোভিড-১৯ সামগ্রিক পরিস্থিতি এবং পরিকাঠামো নিয়ে খোয়াই জেলার জেলাশাসক স্মিতা মলের পৌরহিত্যে এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয় শুক্রবার বিকাল তিনটা নাগাদ তেলিয়ামুড়া আর ডি ব্লকে।
জেলাশাসক ছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, তেলিয়ামুড়া আর ডি ব্লকের বিডিও সান্তনু বিকাশ দাস, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান অপু গোপ, তেলিয়ামুড়া মহকুমা শাসক ভাস্বর ভট্টাচার্য্য, তেলিয়ামুড়া মহকুমা স্বাস্থ্য আধিকারিক চন্দন দেববর্মা, তেলিয়ামুড়া থানার ওসি নাড়ু গোপাল দেব সহ অন্যান্যরা।
প্রশাসনিক এই বৈঠকে তেলিয়ামুড়া মহাকুমার কোভিড-১৯ সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিস্তর আলোচনা করা হয়। পরে কোভিড সেন্টারের পরিকাঠামো নিয়েও আলোচনা করেন প্রশাসনের কর্মকর্তারা। পরে খোয়াই জেলার জেলাশাসক স্মিতা মল তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতালটি সরোজমিনে পরিদর্শন করেন।
0 মন্তব্যসমূহ