কারফিউ চলাকালীন সময় পুলিশকে কটুক্তি করার অভিযোগ তিন যুবকের বিরুদ্ধে, আটক স্কুটি - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
২৯ মে
শনিবার

খোয়াই প্রতিনিধি:- কারফিউ চলাকালীন পুলিশ টহল দাড়ি করার সময় উত্তরচেবরি এলাকায় একটি দোকানের সামনে স্কুটি নিয়ে বসা তিন যুবক মহকুমা পুলিশ আধিকারিক সহ পুলিশের গাড়ি দেখে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। পুলিশের গাড়ি থামতেই তিন যুবক দৌড়ে পালিয়ে যায়। মহকুমা পুলিশ আধিকারিক তিন যুবকের বিরুদ্ধে মামলা নির্দেশ করেছেন। 

রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী অতিমারি করোনা ভাইরাস মোকাবেলার জন্য আগামী ৫ জুন পর্যন্ত প্রতিদিন দুপুর ১২ থেকে, পরদিন ভোর পাঁচটা পর্যন্ত কার্ফু জারি থাকবে। এদিকে খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক সহ থানা পুলিশ অফিসাররা গোটা মহকুমায় পুলিশি অভিযান জারি রেখেছে। 

গতকাল দুপুর ১ টা নাগাদ মহকুমা পুলিশ আধিকারিক টহল দিয়ে খোয়াইতে ফেরার পথে কারফিউ চলাকালীন উত্তরচেবরি এলাকায় রাস্তার পাশের দোকানে বসে থাকা তিন যুবক পুলিশের গাড়ি দেখতে পেয়ে অকথ্য ভাষায় জোরে জোরে গালি দিতে শুরু করে। পুলিশের গাড়ি থামালে তিন যুবক দৌড়ে পালিয়ে যায়। পুলিশ আশপাশ বাড়িঘর গুলিতে তল্লাশি চালিয়ে অভিযুক্ত তিন যুবকে গ্রেফতার করতে ব্যর্থ। 


রাস্তার পাশে যে স্কুটির উপর বসা ছিল তিন যুবক, ওই স্কুটি উদ্ধার করে নিয়ে আশা হয় থানায়। এদিকে মহকুমা পুলিশ আধিকারিক রাজিব সূত্রধর খোয়াই থানার সেকেন্ড অফিসার সত্যজিৎ মল্লিককে নির্দেশ দেন, কটুক্তি করা তিন যুবকের বিরুদ্ধে স্বপ্রণোদিত মামলা গ্রহণ করার জন্য।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu