১ মে
শনিবার
বিশালগড় প্রতিনিধি:- আগরতলা বিয়ে বাড়ির ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার ক্ষমতার অপব্যবহারের সাক্ষী হলেন বিশালঘর বাসি। এবার মাস্ক না পরা মানুষের বিরুদ্ধে অভিযানে গিয়ে এসডিএম এর পি জি দ্বারা আক্রান্ত হলেন পথচলতি এক ব্যক্তি।
ঘটনা শনিবার দুপুরে, সংবাদে প্রকাশ আজ দুপুর বেলা বিশালগড় এলাকায় মাস্ক না পরা মানুষের বিরুদ্ধে অভিযানের নামেন এসডিএম জয়ন্ত ভট্টাচার্য এবং যাদের মুখে মাক্স নেই তাদের ফাইন করেন।
এরই মধ্যে পথচলতি একজন ব্যক্তিকে মাস্ক এর জন্য ফাইন করলে তিনি নগদ টাকা ফাইন দিতে অস্বীকার করেন। এবং তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় একসময় এসডিএম এর পি জি ওই ব্যক্তির গায়ে হাত তোলে ফেলে মুহূর্তের মধ্যেই উত্তেজিত হয়ে যায় সাধারণ জনগণ। এইচডিএম জয়ন্ত ভট্টাচার্যী এবং পুলিশ ঘটনাস্থলে থাকায় ঘটনা বেশিদূর এগোতে পারেনি ।
0 মন্তব্যসমূহ