২২ মে
শনিবার
বক্সনগর প্রতিনিধি:- বৃহস্পতিবার রাত ৯.৩০ মিনিটে কাউসার আহমেদের পিতৃ বিয়োগ হয়, পিতা আব্দুল বারেক (৬৭) কিডনি জনিত কারণে তিনি দীর্ঘ দিন যাবত অসুস্থ ছিলেন। ফলে দীর্ঘ রোগ ভোগের পর নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
উনার বড় ছেলে বক্সনগর প্রেস ক্লাব এর সদস্য কাউসার আহমেদ। তার পিতার মৃত্যুর খবর পেয়ে কলমচৌড়া থানার ওসি বিষ্ণু পদ ভৌমিক সহ প্রেস ক্লাব এর সমস্ত সাংবাদিক বন্ধুরা শেষ যাএায় অংশ গ্রহণ করেন। বক্সনগর প্রেস ক্লাবের সম্পাদক জয়দল হোসেন সাংবাদিক কাউসার আহমেদ এর পিতৃবিয়োগে তার পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন ও সমবেদনা জানান।
এছাড়া বক্সনগর প্রেস ক্লাবের সমস্ত সাংবাদিকরা শোক প্রকাশ করেন ও সমবেদনা জানান। এছাড়া এিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সিপাহীজলা জেলা কমিটির উপদেষ্টা মাহাবুব আলম সহ সম্পাদক এলিয়াজ হোসেন সাংবাদিক কাউসার আহমেদ এর পিতৃবিয়োগে শোক প্রকাশ করেন ও সমবেদনা জানান।
0 মন্তব্যসমূহ