খোয়াই প্রতিনিধি:- খোয়াই মহকুমার তুলাশিখর বাজারে করোনা আবহের মধ্যে পুড়ে ছাই হলো এক মুদির দোকান। অগ্নিকাণ্ড ঘটনাটি ঘটেছে চাম্পাহাওর থানাদিন তুলাসিকর বাজারে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।
ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে থাকতে পারে প্রাথমিক ধারণা৷ ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার ভোর পাঁচটা নাগাদ বাজারের অন্যান্য ব্যবসায়ীরা এসে দেখতে পান বিকাশ দেববর্মার মুদির দোকানে আগুন। দোকানের মালিক বিকাশ দেববর্মাকে খবর দেওয়া হয়।
স্থানীয়রা ধোঁয়া দেখতে পেয়ে জল ঢেলে আগুন নেভানোর কাজ শুরু করেন৷ আগুন নিয়ন্ত্রনে আনলেও ততক্ষনে মুদি দোকান সহ সমস্ত সামগ্রীই ভস্মীভূত হয়ে যায়৷ দোকানের মালিক বিকাশ দেববর্মা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় দোকান লাগিয়ে বাড়ি চলে যান।
সকালে খবর পেয়ে তিনি ছুটে আসেন বাড়ি থেকে, দেখতে পান দোকানে আগুন। এদিকে এই অগ্নিকাণ্ডে আড়াই লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন৷ আগুন লাগার কারণ তদন্ত করছে পুলিশ।
0 মন্তব্যসমূহ