টমটম চালকদের বিক্ষোভে যাত্রীবাহী অটো চলাচল বন্ধ - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
২১ মে
শুক্রবার

তেলিয়ামুড়া প্রতিনিধি:- ঘটনা তেলিয়ামুড়া অমরপুর সড়কের গামাই বাড়ি শক্তি সংঘ ক্লাবের সামনে শুক্রবার দুপুর বারোটা নাগাদ। ঘটনার বিবরণে জানা যায় এক টমটম চালক অসুস্থ যাত্রী নিয়ে তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতাল থেকে মানিক বাজারে যান। 

টমটম চালক মানিক বাজারে যাওয়া মাত্রই মানিক বাজারের অটো চালকরা টমটমের চাবি ছিনিয়ে নেয়। উপরন্ত অটো চালকরা টমটম চালককে নির্দেশ দেয় মানিক বাজার থেকে তেলিয়ামুড়া দীর্ঘ ছয় কিলোমিটার পথ পায়ে হেঁটে আসার জন্য। 

ভয়ে ওই টমটম চালক পায়ে হেঁটে দীর্ঘ ছয় কিলোমিটার পথ অতিক্রম করে আসে গামাই বাড়ি। অন্যান্য টমটম চালকরা এই ঘটনা জানতে পেরে বিক্ষোভে তেলিয়ামুড়া অমরপুর সড়ক অবরোধ করে বসেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় তেলিয়ামুড়া থানার পুলিশ। 

পরে পুলিশ টমটম চালকদের অবরোধ তুলে দেয়। টমটম চালকদের দাবি ঐ টমটম চালককে ক্ষতিপূরণ দিতে হবে। টমটম চালকদের বিক্ষোভে টানা ৩০মিনিট ধরে যাত্রীবাহী অটো চলাচল বন্ধ ছিল। যদিও পরে পুলিশি হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu