বিশালগড় প্রতিনিধি:- মঙ্গলবার সন্ধ্যা রাতে বিশালগড় শহরে ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলে প্রাণ হারান ২৮ বছরের যুবক অজয় দাস। উনার বাড়ি অফিসটিলা বনবিহার এলাকায়। এবং মারাত্মকভাবে আহত অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অপর যুবক রাজু দেব। উনার বাড়ি সিপাহীজলা এলাকায়।
ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা প্রায় ৬.৩০ নাগাদ বিশালগড় বাইপাসে রাউৎখলা এলাকায় ১৮ চাকার লরির সঙ্গে সংঘর্ষ ঘটে একটি বাইকের। হিরো এচিভার বাইকটির নাম্বার টিআর০১ওয়াই৫৪৭৮ এবং ১৮ চাকার গাড়ির নাম্বার এনআই০১এসি৬৪৩৪, এই সময় ঝিরঝির বৃষ্টি পড়ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাইকটি ১৮ চাকার গাড়িটির পেছনে সজোরে ধাক্কা মারে। আর এতেই ঘটে এই বিপত্তি, সঙ্গে সঙ্গে বাইকের পেছনে বসা আরোহী ছিটকে পড়েন। ঘটনাস্থলে প্রাণ হারান চালক অজয় দাস, ও গুরুতর আহত হন রাজু দেব। সঙ্গে সঙ্গে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং তাদেরকে হাসপাতালে নিয়ে যান।
0 মন্তব্যসমূহ