মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনা প্রকল্পের মাধ্যমে চারা সামগ্রী বিতরণ - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
২২ মে
শনিবার

খোয়াই প্রতিনিধি:- তুলাশিখর বনদপ্তরের উদ্যোগে পূর্ব সিঙ্গিছড়া ছড়া এলাকায় বিভিন্ন জাতের ফল ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। খোয়াই মহকুমার তুলাশিখর অন্তর্গত পূর্ব শিঙিছড়া লাঠাবাড়ি গ্রামে মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনা প্রকল্পের মাধ্যমে চারা সামগ্রী বিতরণ করা হয়। 

বৃহস্পতিবার দুপুরে পূর্ব শিঙছড়া লাঠাবাড়ি গ্রামে তুলাশিখর আর ডি ব্লকের সহযোগিতায় সুপারির চারা, নারিকেলের চারা, পেঁপে গাছের চারা সহ বিভিন্ন ঔষধি গাছের চারা এলাকাবাসীর মধ্যে বিতরণ করা হয়। 

এদিন এই চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুলাশিখর ব্লকের চেয়ারম্যান প্রদীপ দেববর্মা, তুলাশিখর বনদপ্তরের রেঞ্জার জিন্দা দেববর্মা ও তুলাশিখর কৃষি মহুকুমা আধিকারিক স্বপন দেববর্মা সহ অন্যান্যরা। 

চারা বিতরণ অনুষ্ঠানে অতিথিরা এলাকাবাসীর হাতে চারা গুলি তুলে দেন। তাছাড়া তুলাশিখর কৃষি মহকুমার উদ্যোগে ঐ এলাকার কৃষকদের বিভিন্ন জাতের শাক সবজির বীজ প্রদান করা হয়।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu