বক্সনগর প্রতিনিধি:- বাংলাদেশি দুই যুবককে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। জানা যায় তাদেরকে সীমান্ত এলাকা বিরামপুর থেকে আটক করা হয়। বুধবার বেলা বারোটা নাগাদ এই ঘটনা। যাত্রাপুর থানার পুলিশ দুজনের বিরুদ্ধে মামলা রুজু করে তাদের কে সোনামুড়া আদালতে প্রেরন করেছে।
ধৃতদের নাম সুমন মিয়া(২৯) অপরজনের নাম সাহিল মিয়া(২৫)। জানা যায় তাদের বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলার তালপট্টি এলাকায়। তারা কাঁটাতারের বেড়া ডিঙিয়ে এপারে এসেছে বলে পুলিশ আগাম জানতে পেরেছিল।
বেলা বারোটা নাগাদ অভিযুক্তরা যখন কাঁটাতারের বেড়া ডিঙিয়ে এপারে এসেছিল তখন তাদেরকে আটক করে যাত্রাপুর থানার পুলিশ। জানা যায় এপারে এসে তারা সীমান্ত সংলগ্ন এক বাড়িতে প্রবেশ করে। থানার বড়বাবু জানান ওই বাড়ি থেকেই অভিযুক্তদের আটক করা হয়।
তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারেন, এপারে মাসির বাড়িতে বেড়াতে এসেছিল তারা। পুলিশ তাদের উপর চাপ সৃষ্টি করলেও আসল কারণ জানা যায়নি। এখন প্রশ্ন হলো তারকাটার বেড়া থাকলেও কি করে বাংলাদেশী যুবক এপারে আসলো।
0 মন্তব্যসমূহ