হামলার প্রতিবাদ জানিয়ে ২৪ ঘন্টা বন্ধের ডাক দিল আইপিএফটি - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
২২ মে
শনিবার

তেলিয়ামুড়া প্রতিনিধি:- আইপিএফটি এর নেতৃত্ব সহ বিজিপি আইপিএফটি জোটের বিধায়কের উপর আক্রমন ও বর্বরোচিত হামলার প্রতিবাদ জানিয়ে শনিবার সমগ্র রাজ্যে এডিসি এলাকা গুলিতে ২৪ ঘন্টা বন্ধের ডাক দিয়েছে আইপিএফটি দল।

এই বন্ধকে কেন্দ্র করে যেসকল দোকানপাট গুলো খোলা ছিল সেগুলো বন্ধ রাখার জন্য অনুরোধ জানান দলের পক্ষ থেকে। 

এই বন্ধ সম্পর্কে আইপিএফটি তেলিয়ামুড়া ডিভিশনের সভাপতি চিত্তমনি জমাতিয়া অভিমত ব্যক্ত করে বলেন তেলিয়ামুড়া এডিসি এলাকা সহ সারা রাজ্যেও বন্ধ সফল হবে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu