১৯ মে
বুধবার
বিশেষ প্রতিনিধি:- গোমতী জেলায় উদ্যান ও ভূমি সংরক্ষণ দপ্তরের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি রূপায়ণের কাজ চলছে। চলতি অর্থ বছরে মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনায় গোমতী জেলায় ৩২,২৫৫টি পরিবারকে সহায়তা প্রদান করার লক্ষ্যমাত্রা হাতে নেওয়া হয়েছে।
এছাড়া মুখ্যমন্ত্রী পুষ্প উদ্যান প্রকল্পে আত্মনির্ভর পরিবার গড়ে তোলার জন্য চলতি অর্থবছরে গোমতী জেলার ৪৮২টি পরিবারকে আর্থিক সুবিধা প্রদান করা হবে। এই যোজনায় প্রত্যেক পরিবারকে ১৫টি বিভিন্ন রকমের চারা গাছ ও গ্রীষ্ম কালীন সব্জির বীজ প্রদান করা হবে।
এই যোজনায় গ্লেডিওয়াস চাষের জন্য ৭০টি পরিবারকে ৬৪ হাজার টাকা করে দেওয়া হবে, গাদাফুল চাষের জন্য ৩০০ টি পরিবারকে ১৮,৪০০ টাকা করে দেওয়া হবে, রজনীগন্ধা চাষের জন্য ৭০টি পরিবারকে ৭২ হাজার টাকা করে আর্থিক সুবিধা প্রদান করা হবে।
আরো পাড়ুন:- করোনা পরস্থিতির জন্য সমগ্র রাজ্যে জারি হল নাইট কার্ফু
0 মন্তব্যসমূহ