মানসিক ভারসাম্যহীন এক যুবক নিজ বাড়ি থেকে নিখোঁজ - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
২২ মে
শনিবার

চুরাইবাড়ি প্রতিনিধি:- ঘটনা কদমতলা থানাধীন সাত সংগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকায়। গত ১১ মে উত্তর জেলার কদমতলা থানাধীন সাতসঙ্গম গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা অজয় কুমার মালাকার পিতা মৃত অখিল চন্দ্র মালাকার নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। 

অজয়ের নিখোঁজের পর তার পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করলেও তাকে আর পাওয়া যায়নি। অবশেষে নিরুপায় হয়ে কদমতলা থানায় পরিবারের তরফ থেকে অজয় কুমার মালাকারের নিখোঁজের একটি মামলা দায়ের করা হয়। কিন্তু আজ এগারোদিন অতিক্রান্ত হয়ে গেলও অজয়ের কোন সন্ধান পাওয়া যায়নি। 

পরিবার সূত্রে জানা যায় কিছুদিন ধরে অজয় মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলো। তবে পরিবারের আশা তাদের ছেলে আবার ঘরে ফিরে আসবে। তাছাড়া যদি কোন সৎ হৃদয়বান ব্যক্তি অজয় কুমার মালাকারের সন্ধান পেয়ে থাকেন তাহলে ৭০৮৫৪৮৫৩৯০ এই মোবাইল নাম্বারে যোগাযোগ করার আবেদন করেন নিখোঁজের পরিবার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu