বিশেষ প্রিতিনিধি:- রাজ্যে ইতিমধ্যে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমিত একজনকে সনাক্ত করা হয়েছে। ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকোরসাইকোসিস-কে নোটিফিয়েবল ডিজিজ হিসেবে ঘোষণা করেছে রাজ্য সরকার। বর্তমানে তিনি আই এল এস হাসপাতালে চিকিৎসাধীন।
গতকাল সন্ধ্যায় সচিবালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী কোভিড সংক্রান্ত বিষয়ে জানাতে গিয়ে বলেন, বর্তমানে সক্রিয় ভ্যাকসিনেশন সেন্টার রয়েছে ১৩০টি।
তিনি জানান, শিশুরা বর্তমানে কোভিড আক্রান্ত হচ্ছেন সেই লক্ষ্যে রাজ্য সরকার চারজনের একটি পেডিয়াট্রিক ম্যানেজমেন্ট কমিটি গঠন করেছে। এই কমিটির চেয়ারম্যান হচ্ছেন এজিএমসি এর এমএস ডঃ সঞ্জীব দেববর্মা। এছাড়া রয়েছেন ডঃ জয়ন্ত রায়, ডঃ অমিতাভ চক্রবর্তী এবং ডঃ ভাস্কর মজুমদার।
তিনি বলেন এখন পর্যন্ত রাজ্যে ১৫ লক্ষ ৩৪ হাজার ১৪২টি ডোজ দেওয়া হয়েছে। প্রথম ডোজ নিয়েছেন ১০ লক্ষ ২৭ হাজার ৩৯৯ জন। যা মোট জনসংখ্যার ২৭ শতাংশ। এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫ লক্ষ ৬ হাজার ৭৪৩ জন।
0 মন্তব্যসমূহ