তেলিয়ামুড়া শহরের নাইট কারফিউ নিতি নির্দেশিকায় নেওয়া হল বড়ো পদক্ষেপ - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
১৪ মে
শুক্রবার

তেলিয়ামুড়া প্রতিনিধি:- গোটা রাজ্যের রাজ্যবাসীকে করোনা মহামারীর হাত থেকে রক্ষা করার জন্য রাজ্য সরকারের নির্দেশ অনুসারে তেলিয়ামুড়া শহরেও নাইট কারফিউ জোরদার করা হয়েছে।
বৃহস্পতিবার তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়া এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনীদের নিয়ে তেলিয়ামুড়া শহরের বিভিন্ন এলাকায় টহল দেওয়া হয়। ঐ দিন তেলিয়ামুড়া শহরের অম্পি চৌহমনী সহ নেতাজি নগর, করইলং, কালিটিলা, রাজনগর, সহ বিভিন্ন এলাকায় টহল চালিয়েছেন পুলিশ। 

এদিকে জাতীয় সড়কে ছোট বড় গাড়ি আটক করে তল্লাশি চালান পুলিশ। যারা বিনা প্রয়োজনে ঘর থেকে বের হচ্ছেন তাদের প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়া। তিনি আরও জানান নাইট কারফিউ তেলিয়ামুড়া শহরবাসীরা স্বতঃস্ফূর্তভাবে পালন করছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu