ফের নজির গড়লেন বিশালগড় থানার এক পুলিশ কর্মী - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
১৪ মে
শুক্রবার

বিশালগড় প্রতিনিধি:- চুরি হয়ে যাওয়া মোবাইল প্রায় ২০ দিন পর মোবাইলের মালিকের কাছে ফিরিয়ে দিয়ে নিজের সততাকে জানান দিলেন বিশালগড় থানার এএসআই। খবরে প্রকাশ আজ থেকে প্রায় ২০ দিন আগে বাসন্তী পূজার দশমীতে গিয়ে বিশালগড় দশমিঘাটে মোবাইল হারিয়েছিল বিশালগড় পশ্চিম লক্ষীবিল এলাকার বাসিন্দা দীপ্তনু দেবনাথ এর। 

পরবর্তী সময়ে যথারীতি তিনি বিশালগড় থানায় মামলা দায়ের করেন। মামলার দায়িত্ব ভার নেন এএসআই আসিফ ইকবাল। মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেন ওই পুলিশ অফিসার। প্রায় ২০ দিন পর বৃহস্পতিবার রাত ১০ টায় দিপ্তনু ভৌমিকের মোবাইল উনার কাছে ফিরিয়ে দেন। 

যা একটা নজিরবিহীন। এদিন মোবাইল পেয়ে খুশি মোবাইল মালিক। উল্লেখ করা যেতে পারে বিশালগড় থানার অন্যান্য পুলিশ কর্মীরা এই ধরনের কাজ বহু করেছেন। যার ফলে সুনাম সর্বত্র রয়েছে, এদিকে মোবাইল পেয়ে বিশালগড় থানার পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করেন মোবাইল মালিক দিপ্তনু ভৌমিক।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu