সাত সকালে ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-পূর্বাঞ্চল সহ বিস্তীর্ণ এলাকা- Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
২৮ এপ্রিল
বুধবার
ধর্মনগর প্রতিনিধি:- বুধবার সকালে পরপর দু-বার ভূমিকম্পে কেঁপে উঠলো উত্তর পূর্বাঞ্চল । জানাগেছে অসমের গুয়াহাটির কাছে শোনিতপুরে ভূপৃষ্ঠ থেকে ২১.৪ কিলোমিটার নীচে ভূমিকম্পের উৎসস্থল । 
রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৬.৪ । ভূমিকম্পের জেরে অসমে বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা দিয়েছে । প্রথম থেকে দ্বিতীয় কম্পনের মাত্রা আরও তীব্র ছিল । গুয়াহাটি থেকে ১১ কিলোমিটার উত্তর ও উত্তর-পূর্বে এই কম্পনের তীব্রতা বেশি ছিল । বুধবার সকাল ৭টা ৫১ মিনিটে আসামের শোনিতপুরে প্রথম কম্পন অনুভূত হয় । 
তার পরে ৭টা ৫৪ মিনিট নাগাদ আসাম সহ কম্পন অনুভূত হয় জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং এবং ত্রিপুরা প্রভৃতি জেলায় । কেঁপে ওঠে পায়ের তলার মাটি । এছাড়া মালদা, মুর্শিদাবাদ ও দক্ষিণবঙ্গের কিছু জেলাতেও কম্পন অনুভব করেন বাসিন্দারা । 
এমনকি কলকাতাতেও মৃদু কম্পন অনুভূত হয়েছে ভূমিকম্পের আতঙ্কে বাড়ি ছেড়ে খোলা আকাশের নীচে চলে আসেন মানুষ । আসাম ও পশ্চিমবঙ্গে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানাগেছে ।  বাড়ি-ঘর ও রাস্তাতেও ফাটল ধরেছে অনেক জায়গায় । তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে ।
আরো পাড়ুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu