পানিসাগর ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আয়োজিত হল রক্ত দান শিবির- Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
২৮ এপ্রিল
বুধবার
পানিসাগর প্রতিনিধি:- বুধবার সকাল ১২ ঘটিকায় উওর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত পানিসাগর এসডিএম অফিস সংলগ্ন এলাকায় ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা পানিসাগর মন্ডল কমিটির উদ্যোগে "সেচ্ছায় রক্ত দান শিবিরের" আয়োজন করা হয় । 
উক্ত রক্ত দান শিবের প্রায় ৪০ থেকে ৫০ জন যুবকরা রক্ত দান করেন । এই রক্ত দানের মূল লক্ষ্য হল যে করোনা ভাইরাস এর দ্বিতীয় ঢেউ এর  কারনে যদি মুমূর্ষু রোগীদের রক্তের প্রয়োজন হয় তাদের রক্ত দেওয়া । 
তাই রক্তের কোন ধরনের অভাব যাতে না হয় তাই সমগ্র ত্রিপুরার যুব মোর্চার উদ্যোগে সমগ্র মন্ডলে চলছে সেচ্ছায় রক্ত দান শিবির ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu