সিপাহীজলায় বাজারের ক্রেতা বিক্রেতার মধ্যে বিতরণ করা হল মাস্ক- Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
২৭ এপ্রিল
মঙ্গলবার
বিশালগড় প্রতিনিধি:-  সারা ভারতবর্ষের সাথে আমাদের ছোট্ট ত্রিপুরা রাজ্য চলছে করোনা মহামারী দ্বিতীয় ডেউ । 
সেদিকে লক্ষ্য রেখে আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সিপাহীজলা জেলার কমলাসাগর শাখার পক্ষ থেকে আজ সেকেরকোট বাজারে করোনা ভাইরাসের ওপর এক কর্মসূচি করা হয় যাতে সবাই মাস্ক, সেনিটাইজার এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করে। 
পাশাপাশি বাজারের ক্রেতা বিক্রেতার মধ্যে মাস্ক বিতরণ করে। উপস্থিত ছিলেন কমলাসাগর শাখার সমস্ত অখিল ভারতীয় পরিষদ এর কার্যকর্তাগন ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu