কো-অপারেটিভ ব্যাংকের এই দু'জন ব্রাঞ্চ কর্মী বদলিকে নিয়ে উত্তেজিত- Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
২৭ এপ্রিল
মঙ্গলবার
বিশালগড় প্রতিনিধি:-চরিলাম স্টেট কো-অপারেটিভ ব্যাংকের দুজন কর্মী জয়মঙ্গল সিনা এবং সজল দেবভর্মা বদলির প্রতিবাদে আজ সকালেই চরিলাম স্টেট কো-অপারেটিভ ব্যাংকের ব্রাঞ্চ সঞ্চালক সতীশ চন্দ্র দাসকে ব্রাঞ্চ থেকে বের করে দিয়ে উত্তেজিত গ্রাহকরা ব্যাংকের তালা ঝুলিয়ে দেন । 
তাঁদের দাবি এই ব্যাংক থেকে যদি জয়মঙ্গল সিনা এবং সজল দেববর্মা অন্যত্র বদলি হয়ে যান তাহলে একেবারে বিলুপ্তির পথে চলে যাবে ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংকের ব্রাঞ্চ । 
তাই যতক্ষণ না পর্যন্ত স্টেট কো-অপারেটিভ ব্যাংকের এই দু'জন ব্রাঞ্চ কর্মী বদলি প্রত্যাহার না করেন উপর মহল থেকে ততক্ষণ পর্যন্ত স্টেট কো-অপারেটিভ ব্যাংকের তালা খুলছেন না গ্রাহকরা এমনটাই জানিয়েছেন স্টেট কো-অপারেটিভ ব্যাংকের শাখার গ্রাহকরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu