শিক্ষা দপ্তরের উদ্যোগে অনলাইন কলা উৎসব ও ছাএ দের মধ্যে পুরস্কার বিতরন - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা 
১৪ ডিসেম্বর ২০২০  
সোমবার

বক্সনগর প্রতিনিধিঃ রাজ‍্য শিক্ষা দপ্তরের উদ্যোগে অনলাইন কলা উৎসব-২০২০ সিপাহীজলা জেলার মূল অনুষ্ঠানটি সম্পন্ন হয় বক্সনগর দ্বাদশ শ্রেনী বিদ‍্যালয়ের বি.আর.সি. হল ঘরে। বক্সনগর দ্বাদশের ছাত্রীরা সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। রাজ‍্যের মোট আটটি জেলায় ৮ই ডিসেম্বর থেকে ১৪ই ডিসেম্বর পর্যন্ত চলে এই উৎসব। 


ফলে অন‍্যান‍্য জেলার সাথে সঙ্গতি রেখে আজ শেষ দিনে বক্সনগরে সম্পন্ন হয় এই অনুষ্ঠানটি। 


জেলা ভিত্তিক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ‍্য ওয়াকফ বোর্ডের মাননীয় চেয়ারম্যান শ্রী বাহারুল ইসলাম মজুমদার, জেলা শিক্ষা আধিকারিক শ্রী হাবুল লোধ, বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রী সঞ্জয় সরকার, বিদ‍্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান শ্রী নজরুল ইসলাম,মধ‍্যবক্সনগর পঞ্চায়েত প্রধান শ্রী জিমুল হক।


ঐ দিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ‍্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক তথা এই অনুষ্ঠানের কনভেনার শ্রী সদানন্দ দেব্বর্মা। এই অনুষ্ঠানের মাধ‍্যমে জেলার মোট ১১ জন ছাত্র-ছাত্রীকে পুরষ্কার তুলে দেওয়া হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu