রাম মন্দিরের ঐতিহাসিক রায়ের বর্ষপূর্তি উপলক্ষে রামসেবক বৃন্দের উদ্যোগে বিজয় উৎসব - Sabuj Tripura News

সবুজ ত্রিপুরা
১০ নভেম্বর ২০২০  
মঙ্গলবার          

পানিসাগর প্রতিনিধিঃ রামজন্মভূমি বিবাদে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের বর্ষপূর্তি উপলক্ষে নয় নভেম্বর ২০২০ ইং তারিখে বিজয় উৎসব পালিত হল পানিসাগর মহকুমার অন্তর্গত উওর পদ্মবিল  রাম মন্দির প্রাঙ্গণে। ভারতের সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় কে স্মরণীয় করে রাখতে পানিসাগর  উওর পদ্মবিল এলাকার রাম সেবক বৃন্দের উদ্যোগে গত কাল সন্ধ্যা ৫ ঘটিকায় উওর পদ্মবিল রাম মন্দির প্রাঙ্গণে হাজারো প্রদীপ জ্বালিয়ে বর্ষপূর্তি বিজয় উৎসব উদযাপিত হল। 


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিসাগর মহকুমার বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিভিন্ন কার্যকর্তা গন। তাদের মধ্যে অন্যতম, হিন্দু জাগরণ মঞ্চের প্রান্তীয় সদস্য সুদীপ দাস, উত্তর পদ্মবিল রাম মন্দির কমিটির সম্পাদক গোবিন্দ ঘোষ, সহ-সভাপতি প্রমেস নাথ, কনভেনার প্রণব দাস, মন্দির কমিটির সভাপতি বিদ্যুৎ দাস,  সংযোজক কর্ণময় দাস সহ আরো অনেক স্বয়ং সেবক বৃন্দ। 


আজকের ঐ বর্ষপূর্তি বিজয় উৎসবকে সামনে রেখে এলাকার সকল সয়ং সেবক ভাইয়েরা প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে আগামী এক বছরের মধ্যে উত্তর পদ্মবিল রাম মন্দির নির্মাণ কাজ সম্পন্ন করা হবে। তাতে পানিসাগর মহকুমার সকল হিন্দু পরিবারদের কে এগিয়ে এসে সহায়তার হাত বারিয়ে দেওয়ার  জন্য, মন্দির কমিটির পক্ষ থেকে আবেদন জানান।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu