তেলিয়ামুড়া প্রতিনিধিঃ সাত সকালে বিদ্যুতের ছোবলে অকালে ঝরে গেল ১৩ বছর বয়সি এক নাবালকের তরতাজা প্রাণ। ঘটনা মঙ্গলবার সকাল ৮টা নাগাদ চাকমা ঘাট নতুন বাজার সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, চাকমা ঘাটের আশপাশ এলাকা গুলিতে নিত্যদিন রাতের অন্ধকারে বন্য হাতির দল তাণ্ডব চালায়। এর থেকে পরিত্রান পেতে এলাকাবাসীরা ধানের জমিতে হুক লাইনের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ করে রেখেছিল।
মঙ্গলবার সকালে চাকমা ঘাট ব্রিজ সংলগ্ন এলাকার বাসিন্দা গোপাল দাসের নাবালক পুত্র পর্ণজিৎ দাস নিজের গবাদি পশুর জন্য ঘাস কাটতে যায় নিজ বাড়ি থেকে অনতিদূরে একটি ধানি জমিতে।
নাবালক পর্ণজিৎ দাস বিদ্যুৎ পরিবাহী তার পড়ে থাকতে প্রত্যক্ষ করে স্পর্শ করা মাত্রই সে বিদ্যুতের শক হয়। দীর্ঘক্ষন এভাবেই পড়ে থাকে পর্ণজিৎ দাস। পরে প্রতিবেশীরা বিষয়টি প্রত্যক্ষ করে আহত পর্ণজিৎকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে সকাল ৯:৩০ নাগাদ।
পরে কর্তব্যরত চিকিৎসক দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে নাবালক পর্ণজিৎ দাসকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনা ঘিরে গোটা চাকমা ঘাট এলাকায় সুখের ছায়া বিরাজ করছে।
0 মন্তব্যসমূহ