অজ্ঞাত পরিচয় শিশুর মৃতদেহ উদ্ধার ব্যাগ বন্দি অবস্থায় - Sabuj Tripura News
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ এক অজ্ঞাত পরিচয় শিশুর পচা গলা মৃতদেহ ব্যাগ বন্দি অবস্থায় উদ্ধার করল মুঙ্গিয়াকামি থানার পুলিশ, মঙ্গলবার সন্ধ্যা পৌনে পাঁচটা নাগাদ ৩৬ মাইল এলাকার জাতীয় সড়কের পাশে গভীর জঙ্গল থেকে।এই খবর দিয়ে মুঙ্গিয়াকামী থানার এক পুলিশ অফিসার জানান,৩৬ মাইল এলাকার মানুষজন জঙ্গলে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে এবং তীব্র দুর্গন্ধ প্রত্যক্ষ করে মুঙ্গিয়াকামী থানায় খবর দেন।
খবর পেয়ে মুঙ্গিয়াকামী থানার পুলিশ ঘটনাস্থলে এসে ব্যাগটি পর্যবেক্ষণ করে দেখতে পায় একটি পচা গলা শিশুর মৃতদেহ। পরে পুলিশ মৃত দেহটি উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে এনে রাখে ময়না তদন্ত করার জন্য।
তবে মৃত দেহটি ছেলে কিংবা মেয়ে কোনটাই সঠিকভাবে বলতে পারছেনা মুঙ্গিয়াকামী থানার পুলিশ। আধুনিকতার সাথে পাল্লা দিয়ে সমাজ ব্যবস্থা কতটা অবক্ষয় হচ্ছে তা বলা বাহুল্য। তবে এই ঘটনা ঘিরে মুঙ্গিয়াকামী থানাধীন ৩৬ মাইল এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।
কোন মন্তব্য নেই