তেলিয়ামুড়া প্রতিনিধিঃ বন্যহাতি তাড়াতে গিয়ে উত্তেজিত জনতার জনরোষের শিকার হয় এক বনকর্মী, ঘটনা মুঙ্গিয়াকামী থানাধীন উত্তর মহারানী পুর লক্ষী চরণ পাড়ায়, রবিবার রাত প্রায় ১০:৩০ মিঃ নাগাদ। বনদপ্তর সূত্রে জানা গেছে, তেলিয়ামুড়া ফরেস্ট রেঞ্জ বনকর্মীরা খবর পায় উত্তর মহারানী পুরের লক্ষ্মী চরণ পাড়ায় বন্যহাতি তাণ্ডব চালাচ্ছে। এমন খবর পেয়ে বনো কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বন্য হাতির সন্ধান করতে থাকে।
কিন্তু বন্যহাতি না পেয়ে বনকর্মীরা ফিরে আসার পথে উত্তেজিত জনতা বন কর্মীদের উপর হামলা চালায়। এতে বিশ্বজিৎ দেববর্মা নামে এক ফরেস্ট গার্ড গুরুতর আহত হয়। পরে অন্যান্য বন কর্মীরা আহত বিশ্বজিৎ কে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে আহত বিশ্বজিৎ দেববর্মা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে চোরাই কাঠ কারবারি বনকর্মীদের উপর হামলা চালায়। কারণ বনকর্মীদের দাবড়ানিতে চোরাই কাঠ কারবারিদের অবৈধ ব্যবসা প্রায় বন্ধ হওয়ার পথে।
ঐ সব কারণে বন্য হাতির খবর চাউর হতে বনকর্মীদের ঘটনাস্থলে নিয়ে এই হামলা সংগঠিত করে। এবার তেলিয়ামুড়া ফরেস্ট রেঞ্জ থেকে বনদস্যুদের বিরুদ্ধে মুঙ্গিয়াকামী থানায় মামলা করা হবে বলে বনদপ্তর সূত্রে খবর।
0 মন্তব্যসমূহ