নিশিকুটুম্বের দল হাত সাফাই করল একুরিয়াম ও বিদেশী মাছ বিক্রির দোকানে - Sabuj Tripura News
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ রাজ্যে প্রায় প্রতিদিনই চুরি কান্ড অব্যাহত রয়েছে। নিশি কুটুম্বদের উপদ্রবে অতিষ্ঠ রাজ্যবাসী। মঙ্গলবার রাতের কোন এক সময় তেলিয়ামুড়া থানাধীন পুরাতন টিআরটিসি সংলগ্ন এলাকায় একটি একুরিয়াম ও বিদেশী মাছ বিক্রির দোকানে নিশি কুটুম্বরা হাত সাফাই করল। ঘটনার বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন পুরাতন টিআরটিসি এলাকার অভিজিৎ পালের দোকানে নিশিকুটুম্বের দল রাতের অন্ধকারের নির্জনতার সুযোগ নিয়ে হাত সাফাই করে প্রায় ৪০-৫০ হাজার টাকার জিনিস পত্র নিয়ে চম্পট দিল।
দোকান মালিকের বক্তব্য মূলে জানা যায়, মঙ্গলবার তেলিয়ামুড়া বাজার সমস্তই বন্ধ থাকে। সেই নির্জনতার সুযোগ কে কাজে লাগিয়ে নিশি কুটুম্বের দল অভিজিৎ পালের দোকানে থাকা বেশ কিছু দামি মাছ, মূল্যবান পাথর সহ আরো বেশ কিছু মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয়।
আজ তথা বুধবার সকালে ঘুম থেকে উঠে প্রত্যক্ষ করে দোকানের দরজা ভাঙ্গা।ঘটনার খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায়। তেলিয়ামুড়া থানার পুলিশ প্রায় এক ঘন্টা পর ঘটনাস্থলে আসে দায়সারা মনোভাব নিয়ে।
তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনার খোঁজখবর নিয়ে তদন্ত শুরু করেছে। রাজ্যের চুরি কাণ্ডের বেগ কমাতে পুলিশ কি ধরনের ব্যবস্থা গ্রহণ করে, সেটাই এখন দেখার বিষয়।
কোন মন্তব্য নেই